রাঙামাটির লংগদুতে সেনাবাহিনী এক ব্যক্তিকে আটক করেছে এবং অপর এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তির নাম জ্যোতিষ কুমার চাকমা (৬০)। তিনি মৃত লাম্বা চাকমার পুত্র এবং লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের মধ্য হাড়িকাবা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিকাল ৩টার দিকে সেনা সদস্যরা বামে লংগদু থেকে তাকে আটক করে স্থানীয় তালছড়ি স্কুলে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে আছেন বলে জানা গেছে।
এদিকে সেনারা একই এলাকার সাবেক ইউপি সদস্য বুদ্ধ কুমার চাকমার বাড়িতে তল্লাশি চালিয়েছে। তল্লাশির সময় তিনি বাড়িতে ছিলেন না, তবে তার স্ত্রী নন্দা দেবী চাকমা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৩০–৩৫ জন সেনা সদস্য তালছড়ি স্কুলে অবস্থান করছিল।