রাঙামাটির বিলাইড়ি উপজেলার হিজেছড়ি গ্রামে আজ ভোরে (২৮ আগস্ট) সেনাবাহিনী এক যুবককে গুলি করে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
আহত যুবকের নাম অন্তর চাকমা (৩২)। স্থানীয় সূত্রে জানা যায়, সেনারা তার বাড়িতে হানা দিয়ে গুলি চালায় ও তার স্ত্রীকে শারীরিক-যৌন হেনস্তা করে।
পরে অন্তর চাকমাকে গুরুতর আহত অবস্থায় ক্যাম্পে নিয়ে চিকিৎসা দেওয়ার পর পুলিশে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী দাবি করছে, তিনি জেএসএস (সন্তু)-এর সদস্য এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে জেএসএস বলছে, তিনি একজন মাছচাষী।
এর আগে ২৬ আগস্ট জুরাছড়িতে ১৭ গ্রামবাসীকে আটক-নির্যাতনের অভিযোগ উঠেছিল।
সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনা অভিযান বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।