আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার উল্টাছড়ি-নারেইছড়ি সড়কের বোরগো পাড়ায় সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের অভিযান চালিয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় একটি সূত্র এ ঘটনাকে “সাজানো নাটক” আখ্যা দিয়ে সবার প্রতি সজাগ থাকার আহ্বান জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পাওয়া এক ক্ষুদেবার্তায় বলা হয়— “দিঘীনালা-উল্টাছড়ি-নারেইছড়ি বোরগো পাড়ায় সেনাবাহিনীর অস্ত্র উদ্ধার নাটক মঞ্চ চলিতেছে, সবাই সজাগ থাকুন।”
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্রের ধরন বা পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে অতীতেও নিরাপত্তা বাহিনীর অভিযানের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কিছু ক্ষেত্রে স্থানীয় সংগঠনগুলো এগুলোকে ‘নাটক’ বলে অভিযোগ করেছে। সাম্প্রতিক ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।