পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে দমন-পীড়ন বন্ধ ও সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারের দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা শাখা।
শনিবার সকাল ১১টায় অভ্যা সীমান্ত সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধনিরামপাড়া থেকে মিছিল শুরু হয়ে লক্ষীছড়া বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ডিওয়াইএফ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রনি ত্রিপুরা এবং সঞ্চালনা করেন পিসিপি গুইমারা উপজেলা সাধারণ সম্পাদক মংপ্রু মারমা। বক্তব্য রাখেন পিসিপি গুইমারা উপজেলা সভাপতি নিকেন চাকমা, ডিওয়াইএফ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা ও ইউপিডিএফ মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক বরুন চাকমা।
বক্তারা অভিযোগ করেন, সেনা অভিযানের নামে স্কুল ভবন দখল করে ‘অস্থায়ী ক্যাম্প’ বানানো, নির্বিচারে তল্লাশি, নারীদের সাথে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানি এবং শিক্ষার পরিবেশ ব্যাহত করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।
তারা বলেন, “অপারেশন উত্তরণ”-এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চালু রাখা হয়েছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনভাবে বসবাসের অধিকার হরণ করছে। অবিলম্বে সেনা দমন-পীড়ন বন্ধ ও ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারের দাবি জানান তারা।
সমাবেশের শেষদিকে কয়েকজন বিজিবি সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্র-জনতা প্রতিবাদ জানায়। পরে বিজিবি সদস্যরা পিছু হটে।