1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
oplus_0

গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে দমন-পীড়ন বন্ধ ও সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারের দাবিতে গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) মাটিরাঙ্গা-গুইমারা উপজেলা শাখা।

শনিবার সকাল ১১টায় অভ্যা সীমান্ত সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধনিরামপাড়া থেকে মিছিল শুরু হয়ে লক্ষীছড়া বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ডিওয়াইএফ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রনি ত্রিপুরা এবং সঞ্চালনা করেন পিসিপি গুইমারা উপজেলা সাধারণ সম্পাদক মংপ্রু মারমা। বক্তব্য রাখেন পিসিপি গুইমারা উপজেলা সভাপতি নিকেন চাকমা, ডিওয়াইএফ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা ও ইউপিডিএফ মাটিরাঙ্গা ইউনিটের সংগঠক বরুন চাকমা।

oplus_0

বক্তারা অভিযোগ করেন, সেনা অভিযানের নামে স্কুল ভবন দখল করে ‘অস্থায়ী ক্যাম্প’ বানানো, নির্বিচারে তল্লাশি, নারীদের সাথে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানি এবং শিক্ষার পরিবেশ ব্যাহত করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।

তারা বলেন, “অপারেশন উত্তরণ”-এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চালু রাখা হয়েছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনভাবে বসবাসের অধিকার হরণ করছে। অবিলম্বে সেনা দমন-পীড়ন বন্ধ ও ‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহারের দাবি জানান তারা।

সমাবেশের শেষদিকে কয়েকজন বিজিবি সদস্য বাধা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্র-জনতা প্রতিবাদ জানায়। পরে বিজিবি সদস্যরা পিছু হটে।

oplus_0

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট