রামগড়, খাগড়াছড়ি | রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৫
রামগড়ে একটি কর্মসূচি শেষে ফেরার পথে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেনাসৃষ্ট ‘ঠ্যাঙারে’ বাহিনীর পাঁচ সদস্য দুটি মোটরসাইকেলে এসে নাকাবা বাজার এলাকায় গাড়ি অবরোধ করে। এ সময় বন্দুকের মুখে এক সাধারণ ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে জালিয়াপাড়ার দিকে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, অপহরণকারীদের মধ্যে চারজন ছিলেন সেটলার বাঙালি এবং একজন পাহাড়ি যুবক। অপহৃত ব্যক্তির নাম বাসনা মোহন চাকমা (৪২), পিতা মৃত বড়পেদা চাকমা। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ২নং ওয়ার্ডের গুজাপাড়া, যোগ্যাছোলা গ্রামের বাসিন্দা।
ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনী দীর্ঘদিন ধরে পাহাড়ি গ্রামগুলোতে অস্ত্রের ভয়ভীতি ও দমননীতি চালিয়ে আসছে। তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।