খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রঞ্জন মুনি কার্বারী পাড়ায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সাধন চাকমার ছেলে রিদয় চাকমার বাড়িতে হঠাৎ আগুন লাগে। সে সময় রিদয় ও তার স্ত্রী আত্মীয়ের বাড়িতে ছিলেন। ফলে ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের সব আসবাবপত্র ভস্মীভূত হয়।
স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশেপাশের ঘরগুলো অক্ষত রয়েছে।