রাজশাহীর মোল্লাপাড়ায় প্রায় ৫৩ বছর ধরে বসবাসরত মালপাহাড়িয়া সম্প্রদায়ের ১৬টি পরিবারকে উচ্ছেদ থেকে রক্ষা করার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সংগঠনের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদমাধ্যমে এক বিবৃতিতে বলেন, স্থানীয় সাজ্জাদ আলী জমির মালিকানা দাবি করে মোল্লাপাড়ার পরিবারগুলোকে উচ্ছেদের তৎপরতা শুরু করেছেন। রবিবার মহল্লা ও বাড়িঘর খালি করার পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার খাসি জবাই করে ভোজের আয়োজনও করা হয়।
পিসিপি নেতারা বলেন, “শাসকশ্রেণী ও মুনাফালোভী বণিকশ্রেণী দীর্ঘদিন ধরে পাহাড় ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ভূমি দখল ও উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। অতীতে গোবিন্দগঞ্জ, সাজেক, লংগদু, বরকল, কাউখালি, মানিকছড়ি, মহালছড়ি, মাটিরাঙা প্রভৃতি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক শেরপুর ও সিলেটেও একই সমস্যা দেখা দিয়েছে।”
বিবৃতিতে মালপাহাড়িয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সমতলের জাতিসত্তাগুলোর জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।