খাগড়াছড়ি, দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রঞ্জন মুনি কার্বাড়ি পাড়ার বাসিন্দা হৃদয় চাকমা গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ঘরবাড়ি ও সর্বস্ব হারিয়েছেন।
স্ত্রী ও কন্যাসন্তানসহ তিনি এখন আশ্রয়হীন।
ক্ষতি: ধান–৫ মন, চাল–১০০ কেজি, ২টি পাম্প মেশিন, সমস্ত কাগজপত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। পুরো ঘর ছাই হয়ে গেছে।
👨👩👧 জীবিকা: দিনমজুরি ও মোবাইল সার্ভিসিং করে সংসার চালাতেন। কোনো সঞ্চয় ছিল না। এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব।
➡️ হৃদয় চাকমার আর্তি:
“আমার পক্ষে নতুন করে ঘর তৈরি করা সম্ভব নয়। দয়া করে আমাকে সাহায্য করুন।”
📌 বিকাশ: 01896148948
📌 নগদ: 01897928454
(পার্সোনাল নম্বর)
চলুন, আমরা সবাই একসাথে দাঁড়াই। আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে তাদের নতুন আশার আলো।