খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের তবলা পাড়ায় জনতার হাতে আটক হওয়া সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের উদ্ধারে গিয়ে সেনাবাহিনী গুইমারার কালাপানি এলাকায় বিক্ষুব্ধ জনতার ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ চালিয়েছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ছয়জন মুখোশধারী সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী তবলা পাড়ায় প্রবেশ করে তাণ্ডব চালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে। খবর পেয়ে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের উদ্ধারে তৎপর হয়। জনতার প্রবল প্রতিবাদ সত্ত্বেও সেনারা শেষ পর্যন্ত আটক সন্ত্রাসীদের উদ্ধার করতে সক্ষম হয়।
পরে বিকেলে সেনারা আটক সন্ত্রাসীদের গাড়িযোগে নিয়ে যাওয়ার সময় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় সেনারা বিক্ষুব্ধ জনতার ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ চালালে বহু লোক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি এখনো থমথমে বলে জানা গেছে।