খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী তবলা পাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে যাওয়া ৬ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও নারী আত্মরক্ষা কমিটি, মানিকছড়ি উপজেলা শাখা।
আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এ অবরোধ পালিত হবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) এক যৌথ বিবৃতিতে তারা জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে উক্ত ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করা না হলে এই অবরোধ কর্মসূচি কার্যকর হবে।
বিবৃতিতে পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি আনু মারমা ও নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা শাখার সদস্য সচিব পাইনু মারমা অভিযোগ করেন, সেনা ও ঠ্যাঙাড়ে বাহিনীর যোগসাজশে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের ওপর দমননীতি ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা বলেন, জনগণের ন্যায্য প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।