1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন

গুইমারায় জনতার ওপর সেনা হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় লাঠি মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

গুইমারায় জনতার ওপর সেনা হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় লাঠি মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ির গুইমারার তবলাপাড়া ও কালাপানিতে জনতার ওপর সেনাবাহিনীর হামলা, গুলিবর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে মাটিরাঙ্গার অভ্যা সীমান্ত সড়ক এলাকায় লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টার সময় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রনি ত্রিপুরা এবং সঞ্চালনা করেন নিকেল চাকমা। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য রিকেন চাকমা ও ইউপিডিএফ সংগঠক বরুন চাকমা।

রিকেন চাকমা তার বক্তব্যে বলেন, গতকাল (৭ সেপ্টেম্বর) তবলাপাড়া ও কালাপানিতে সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সশস্ত্র তাণ্ডব চালায়। তারা জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। সেনারা ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রামে প্রবেশ করিয়ে হামলার পর গাড়িতে তুলে নিরাপদে নিয়ে যায়। এর আগেও ১ সেপ্টেম্বর রামগড়ের নাকাপা থেকে একই বাহিনী অস্ত্রের মুখে বাসনা মোহন চাকমাকে অপহরণ করেছিল। এসব ঘটনা প্রমাণ করে সেনাবাহিনীই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসের মূল উৎস।

তিনি আরো বলেন, ঠ্যাঙাড়ে বাহিনী লেলিয়ে দিয়ে চলমান অধিকার আদায়ের আন্দোলন দমন করার অপচেষ্টা কখনো সফল হবে না। তবলাপাড়া-কালাপানির মতো প্রতিটি স্থানে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি প্রতিটি পাড়া-গ্রামে অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রনি ত্রিপুরা বলেন, পাহাড়ে প্রতিটি জায়গায় তবলাপাড়া-কালাপানির জনগণের মতো সেনা নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভূমি বেদখল, নারী নির্যাতনসহ সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে পূর্ণ স্বায়ত্তশাসনের লড়াইকে আরো বেগবান করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট