1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

নেপালে কারাগার থেকে পালিয়েছে ১৪ হাজার বন্দি, সেনাবাহিনীর গুলিতে নিহত ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নেপালে কারাগার থেকে পালিয়েছে ১৪ হাজার বন্দি, সেনাবাহিনীর গুলিতে নিহত ২

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি নেপালে। বর্তমানে দেশটির শাসনভার সেনাবাহিনীর দখলে। তবে সপ্তাহজুড়ে অস্তিরতার মধ্যে দেশটির বিভিন্ন কারাগার থেকে ১৪ হাজারের বেশি বন্দি পালিয়ে গেছে।

নেপাল পুলিশের মুখপাত্র এবং ডিআইজি বিনোদ ঘিমির জানিয়েছেন, দেশজুড়ে তীব্র বিক্ষোভের সময় বিভিন্ন কারাগার ভেঙে মোট ১৪ হাজার ৫০৭ জন বন্দি থেকে পালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৫৫ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং এখনও ১২ হাজার ৮৫২ জন বন্দি পলাতক রয়েছে।

এছাড়াও বিভিন্ন থানায় পুলিশ হেফাজত থাকা আরও ৫৭৩ জন বন্দি পালিয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে দেশটির রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায়। এই ঘটনায় বারোজন বন্দি আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট