1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

পানছড়িতে জেএসএস(সন্তু) সশস্ত্র গ্রুপের প্রকাশ্যে চাঁদাবাজি, নিরাপত্তায় সেনা টহল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

পানছড়িতে জেএসএস(সন্তু) সশস্ত্র গ্রুপের প্রকাশ্যে চাঁদাবাজি, নিরাপত্তায় সেনা টহল

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং বাজার এলাকায় জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সদস্যরা প্রকাশ্যে সড়কে চাঁদাবাজি চালাচ্ছে—আর তাদের নিরাপত্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টার দিকে সন্তু গ্রুপের প্রায় ৫৫ জনের একটি সশস্ত্র দল লোগাং ইউনিয়নের মনিপাড়া, অনীলপাড়া ও প্রভুমনি পাড়ায় হানা দেয়। পরে তাদের মধ্য থেকে প্রায় ১৫–২০ জন সশস্ত্র সদস্য পুজগাং বাজারের উপরের মেইনরোডে নেমে গাড়ি থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি শুরু করে।

অভিযোগ রয়েছে, এসময় পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িতে ৫০–৫৫ জন সেনা সদস্য বাবুড়া পাড়া ও হারুবিল এলাকায় টহল দেয়। পরে তারা সেখান থেকে ফিরে বড়কলক ও কিনাধন বৈদ্যপাড়ায় অবস্থান নেয়—যা সন্তু গ্রুপের অবস্থানের একেবারেই পাশে। এছাড়া বিজিবিও গাড়িযোগে একই সড়কে টহল চালাচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, সশস্ত্র সন্তু গ্রুপ প্রকাশ্যে চাঁদাবাজি ও অবস্থান করলেও সেনাবাহিনী ও বিজিবি তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো নিরাপত্তা দিচ্ছে।

সেনাবাহিনী ও সন্তু গ্রুপের এমন অবস্থানকে ঘিরে এলাকায় জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট