খাগড়াছড়ির তরুণী তেজশ্রী চাকমা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন—চাকরি নয়, নিজেই কিছু করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্র্যাক ইউনিভার্সিটির Centre for Entrepreneurship Development (CED) থেকে প্রশিক্ষণ নিয়ে আজ তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।
মায়ের পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি ব্যবসা থেকেই অনুপ্রাণিত হন তেজশ্রী। ইংরেজিতে অনার্স-মাস্টার্স শেষ করার পর শুরু করেন নিজস্ব উদ্যোগ। প্রতিষ্ঠা করেন ‘ফিউশন মার্ড’ নামের একটি দোকান, যেখানে পিনন-হাদি কাপড়ে তৈরি হয় আধুনিক ডিজাইনের টপস, ব্লাউজ, কুর্তি, স্কার্টসহ নানা পোশাক।
তার উদ্যোক্তা সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে “Academic for Women’s Entrepreneur” ক্যাটাগরিতে ৫ লক্ষ টাকার পুরস্কার লাভ করেন তিনি। বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৫ জন নারী। স্থানীয় মহিলা অধিদপ্তরও তার উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তেজশ্রী চাকমা এখন শুধু একজন উদ্যোক্তা নন, বরং পাহাড়ি তরুণ-তরুণীদের জন্য একজন বিজনেস আইকন। বিশেষ করে তাদের জন্য, যারা পড়াশোনা শেষে চাকরির আশায় বসে না থেকে নিজেই কিছু করার সাহসী স্বপ্ন দেখে।