খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্যের অবস্থানকে ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টা থেকে মাটিরাঙ্গা সেনাজোন থেকে ৩টি ও পানছড়ি সাবজোন থেকে ২টি গাড়িযোগে সেনারা নতুনপাড়ায় প্রবেশ করে। পরে আরও ৪টি গাড়িতে অতিরিক্ত সেনা যোগ দেয়। বর্তমানে প্রায় ৯০ জন সেনা সদস্য সেখানে রাতযাপনের প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়া বর্ণাল ইউনিয়নের বড়পাড়া এবং আমতলী ইউনিয়নের ময়দাছড়া এলাকাতেও সেনা অবস্থান করছে। স্থানীয়রা জানিয়েছেন, কিছু সেনা সদস্য জঙ্গলে লুকিয়েও রয়েছে।
এলাকাবাসীর অনেকে নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদকে বলেন, সেনাবাহিনী কথিত “সন্ত্রাসী” খোঁজার নামে সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি, নিপীড়ন ও হয়রানি করে থাকে। তাই সেনাদের অবস্থানের কারণে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সেনারা যে কোন সময় গ্রামবাসীদের হয়রানি, নিপীড়ন করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।