1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

চট্টগ্রামে ইউপিডিএফ সংগঠক সুইপ্রু মারমা গ্রেফতার, মিথ্যা মামলায় জেলে প্রেরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ইউপিডিএফ সংগঠক সুইপ্রু মারমা গ্রেফতার, মিথ্যা মামলায় জেলে প্রেরণ

চট্টগ্রামে চিকিৎসার জন্য অবস্থানকালে ইউপিডিএফ সংগঠক সুইপ্রু মারমা (৪৯) কে র‌্যাব গ্রেফতার করে মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সুইপ্রু মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা। তার পিতা মৃত সুলাইপ্রু মারমা।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানার চররাঙ্গামাটিয়া এলাকার এক আত্মীয়ের বাসা থেকে র‌্যাব-৭ এর সদস্যরা তাকে আটক করে। তবে তার কাছ থেকে কোনো অবৈধ জিনিস পাওয়া যায়নি।

পরদিন বৃহস্পতিবার সকালে তাকে বায়েজিদ থানায় হস্তান্তর করে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও দণ্ডবিধি, ১৮৬০ এর একাধিক ধারায় মামলা দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তার বিরুদ্ধে দেখানো মামলাগুলো হলো—

সিএমপি বায়েজিদ বোস্তামি থানার এফআইআর নং-৪২, তারিখ ১৮ মে ২০২৫; জিআর নং-২২৭ — সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও ১২০বি দণ্ডবিধি।

খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-১০, তারিখ ১৫ অক্টোবর ২০১৬; জিআর নং-৩৪২/১৬ — দণ্ডবিধির ধারা ১/৩৫৩/৩০২/৩৪।

তবে ইউপিডিএফ ও পরিবারের দাবি, বায়েজিদ থানায় কুকিচিন আর্মির পোশাক উদ্ধারের নামে দায়ের হওয়া মামলার সঙ্গে সুইপ্রু মারমার কোনো সম্পর্ক নেই। তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবেই তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ডিবিসি নিউজ-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, চট্টগ্রামে উদ্ধারকৃত পোশাকগুলোর প্রকৃত গন্তব্য ছিল মিয়ানমার ও থাইল্যান্ড। প্রতিবেদনে আরও জানানো হয়, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও জড়িত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট