1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

মহালছড়ির নতুন পাড়ায় পাহাড়িদের ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, একজনকে মারধরের অভিযোগ

মহালছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

মহালছড়ির নতুন পাড়ায় পাহাড়িদের ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, একজনকে মারধরের অভিযোগ!

পাহাড়ের কন্ঠ  নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউপির ১নং ওয়ার্ডের ধুমনিঘাট নতুন পাড়ায় পাহাড়িদের ঘরবাড়িতে সেনাবাহিনীর তল্লাশি ও একজনকে মারধর করার খবর পাওয়া গেছে। বর্তমানে ৫০-৬০ জন সেনা সদস্য সেখানে অবস্থান করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নতুন পাড়া গ্রামটি ধুমনিঘাট সেনা ক্যাম্পের একেবারে পাশে অবস্থিত। কী কারণে সেখানে তল্লাশি চালানো হচ্ছে তার বিস্তারিত জানা যাচ্ছে না।

স্থানীয়রা এ প্রতিবেদকে জানান, আজ বুধবার (৩০ এপ্রিল ২০২৫) ভোররাত ৪টার সময় বিপুল সংখ্যক সেনা সদস্য নতুন পাড়ার আশে-পাশে গিয়ে অবস্থান নেয়। পরে ভোর হওয়ার সাথে সাথে তারা পাড়ায় ঢুকে ঘরবাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে সেনারা একজনকে মারধর করে।

সেনারা গ্রামের বাসিন্দা পলাশ চাকমা (২৭), বিন্দু চাকমা (৪৫), কালাকচু বাপ, মনা চাকমা, কালাচোখ চাকমাসহ আরো কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেনারা পলাশ চাকমাকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

তল্লাশির পর সেনারা সিন্দুকছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান সুইনু প্রু মারমা, মহালছড়ি সদর ইউপি’র ৯নং ওয়ার্ডের মেম্বার দোঅং প্রু মারমাসহ আশে-পাশের গ্রামের কার্বারীদের ডেকে মিটিঙ করেন। তবে মিটিঙ শেষ না হতেই দুপুর সাড়ে ১২টার দিকে সেনারা আবার নতুন পাড়ায় প্রবেশ করেন বলে জানা গেছে।

রাত ৮টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেনাদের একটি দল চলে গেলেও ২০/২৫ জনের আরেকটি দল সেখানে এসে যোগ দিয়েছে। বর্তমাানে ৫০-৬০ জন সেনা সদস্য নতুন পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাদের এমন হয়রানিমূলক তল্লাশির কারণে পাড়া ও আশেপাশে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট