স্বামীর তথ্য মতে, স্বামী আজ সকালে সাপ্তাহিক ক্রিয়া ও ধর্মীয় অনুষ্ঠানে ফিত্তিপাড়া গ্রামে যায়।বাড়িতে এসে জানতে পারে (মোটরসাইকেল চালক) ড্রাইভারকে বলে আমার বোনের জামাকাপড় নিয়ে যেতে হবে,আমাকে খিরামে দিয়ে আস, ড্রাইভার খিরামে নিয়ে গেলে গাড়ি থেকে নেমে বলে আসতেছি পরে আর দেখা না পেয়ে গাড়ি ড্রাইভার সমস্যাটি বাড়িতে এসে বল্লে,মেয়েটি সাথে থাকা স্বামীর ফোন নাম্বারে কল দিলে রিসিভ করে, বাট কথা বলে না(০১৭৩৬৪৮৯৮৪২)
উল্লেখ্য যে, মেয়েটি দুই সন্তানের জনক,বড় ছেলে ক্লাস থ্রি ও ছোট মেয়ে শিশু শ্রেণিতে পড়ে।
যদি কোন হৃদয়বান ব্যক্তিমেয়েটির তথ্য পেয়ে থাকে তথ্য দিলে পুরষ্কার করা হবে।
যোগাযোগ :০১৭১২৯৬৭৭৯২
০১৮১৮৫৮০৫৬৪।