1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

আজ চিত্র জ্যোতি চাকমার ১১তম প্রয়াত দিবস।

রিপোর্ট সমর চাকমা
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

আজ চিত্র জ্যোতি চাকমার ১১তম প্রয়াত দিবস।

আমি চিত্র জ্যোতির সাথে পঞ্চসেন’কেও স্মরণ করছি। কারণ, চিত্র’ কথা বাদ দিয়ে পঞ্চসেনের কথা বলা যায় না। পঞ্চসেনকে বাদ দিয়ে চিত্র’র কথা বলা না।

চিত্র ছিল গুইমারা উপজেলার পিসিপি সভাপতি। পঞ্চসেন ছিল মাটিরাঙ্গা উপজেলার যুব ফোরামের সভাপতি। ২০১৩ সালে ১৮ মে পঞ্চসেন সেনা সৃষ্ট বোরখাপাটি কর্তৃক গোমতিতে নিজ বাড়িতে হত্যার শিকার হয়। হত্যার পর খুনিরা সন্তু লারমা জেএসএসে আশ্রয় নেয়। ২০১৪ সালে ২৩-শে মে চিত্র গুইমারায় সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়।
এমন দুজন সাহসী লিডারের মৃত্যু হয়েছিল ১ বছর ব্যবধানে, মাসেরও ৫দিন ব্যবধানে।

চিত্র আমার স্কুল- কলেজ জীবনের সুখ দুঃখের সাথী। স্কুলে, ক্লাশ, মাঠে খেলাধুলা,তৈই তৈই করে ঘুরে বেড়ানো থেকে হয়ে যায় সহযোদ্ধা। স্কুল ফাঁকি দিয়ে সাদা শার্ট ব্যাগে ডুকিয়ে মিছিলে যাওয়া দলের লিডার ছিল চিত্র।

ক্লাশরুমের বারান্দায় দাঁড়িয়ে হাজারও ছাত্র-ছাত্রীদের থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির টাকা নয়-ছয় করা দুর্নীতিবাজদের বিরুদ্ধে শ্লোগান দেওয়া লিডার চিত্র।

প্রধান শিক্ষকের অফিসে -শিক্ষক-পুলিশ-গোয়েন্দা- বাবা, মাঝখানে একাই যৌক্তিক লড়াই করার লিডার চিত্র।

নিজস্ব মাতৃভাষার শিক্ষার দাবিতে পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা বাস্তবায়নে স্কুলে তালা মেরে দিয়ে হুইচই ফেলা দিয়ে ক্লাশ বর্জন সফল করার লিডার চিত্র।

ভূমি বেদখল-ধর্ষণের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সমাবেশে সমবেতদের রক্তগরম করা নেতা চিত্র।

অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে সেনা পুলিশের ব্যড়িকেট ভাঙ্গার নেতৃত্ব দেওয়া দুর্দান্ত লিডার চিত্র।

গুইমারা – মাটিরাঙ্গা এলাকায় শাসকগোষ্ঠীর ত্রাসের নাম চিত্র জ্যোতি চাকমা,পঞ্চসেন ত্রিপুরা।

আজ তোমাদের দুজনকেই মন থেকে খুব স্মরণ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট