1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারা কলেজিয়েট স্কুলে শিক্ষক জসিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ! সন্তু গ্রুপের হামলায় কর্মী খুনের নিন্দা খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ

নান্যাচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল

নান্যাচর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নান্যাচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল

“নান্যাচর-লংগদুর বন রক্ষায় এগিয়ে আসুন” এই আহ্বানে বন, পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ধ্বংসাত্মক ‘নান্যাচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্প’ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নান্যাচর এলাকাবাসী।

আজ সোমবার (২৬ মে ২০২৫) দুপুর ১২টার সময় ‘নান্যাচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটি’র উদ্যেগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। পাতাছড়ি মুখ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএন্ডটি বাজারে এসে তারা সমাবেশে মিলিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে ২নং নান্যাচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমার সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি দেবেশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নান্যাচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা ও স্থানীয় কার্বারী (গ্রাম প্রধান) সুশান্তি চাকমা প্রমুখ।

এছাড়া এতে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর এগারাইল্যাছড়া মৌজার হেডম্যান ও নান্যাচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞান বিকাশ তালুকদার, নান্যাচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অনিতা চাকমা ও সাবেক ইউপি সদস্য সেন্টু চাকমা।

সমাবেশে সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ চাকমা বলেন, পৃথিবীর সকল প্রাণীর জন্য পরিবেশ ও বন রক্ষা করা অতীব জরুরী একটি বিষয়। পাহাড়ে নামে-বেনামে বন ও প্রকৃতি ধ্বংস করা হচ্ছে। নান্যাচর-লংগদু সড়ক নির্মাণের কাজ শুরু হলে বন-প্রকৃতির ক্ষতিসাধন হবে।

তিনি আরো বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে। বন, ফসলি মাঠ ধ্বংস করে উন্নয়নের নামে নান্যাচর-লংগদু সংযোগ সড়ক নির্মাণ করলে আমাদের ওপর পরিবেশগত ঝুঁকি বাড়বে। অনেকের ফসলি জমি, গাছ, ভূমি ধ্বংস হবে। তাই আমরা নান্যাচর-লংগদু সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছি।

কার্বারী সুশান্তি চাকমা বলেন, বন-প্রকৃতি-পরিবেশ ধ্বংসের কারণে পাহাড়ে নানাবিধ সংকট দেখা দিচ্ছে। পাহাড়ে পানির স্তর নীচে নামার কারণে এখন পানির সংকটও প্রকট হচ্ছে। ক্রমাগত গাছপালা নিধনের ফলে সেটি দিন দিন বাড়ছে। সড়কের নামে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হলে আমাদের জীবন বিপন্ন হবে, টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বাপ্পি চাকমা বলেন, নান্যাচর-লংগদু সংযোগ সড়কটি নির্মাণ করা হলে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাঁরাসহ নান্যাচর উপজেলার সর্বস্তরের জনগণ আজকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন।

তিনি সড়কটি নির্মাণ করা হলে সর্বসাধারণের ক্ষতি হবে এবং বন, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে উল্লেখ করে অবিলম্বে নান্যাচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্পটি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট