1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

গুইমারায় এক পাহাড়ি গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

রিপোর্ট : অংসালা মারমা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

খাড়াছড়ির গুইমারা উপজেলার শনখোলা পাড়ায় মো. সুলতান ভূঁইয়া (৬০) কর্তৃক এক পাহাড়ি গৃহবধুকে(৩৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টাকারী মো. সুলতান ভূঁইয়ার পিতার নাম মৃত নুরুল ভূঁইয়া। তার বাড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়পিলাক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধু নিজ বাগানের আম পাড়ার জন্য কাজের লোক খুঁজতে আজ সকাল ১০টার সময় রিম্রা পাড়া থেকে শনখোলা পাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে যান। এ সময় সেখানে আগে থেকে মদ্যপান করে মাতাল অবস্থায় অবস্থান করা মো. সুলতান ভূঁইয়া ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। কিন্তু ভুক্তভোগী গৃহবধু তার কুপ্রস্তাবে রাজী না হলে সুলতান ভূঁইয়া জোরপূর্বক গৃহবধুর শরীরে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এতে ভুক্তভোগী গৃহবধু চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে সুলতান ভূঁইয়াকে আটক করে।

পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে আটক সুলতান ভূঁইয়াকে পুলিশের নিকট সোপর্দ করে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট