খাগড়াছড়িতে নারীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি, টমটম চালককে পুলিশে সোপর্দ
খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া এলাকায় এক পাহাড়ি নারীর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি করায় স্থানীয়রা মো. হাসান (২৭) নামে এক টমটম চালককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যা ৭টার সময় মো. হাসান তার টমটমটি নিয়ে নারাঙহিয়া রেডস্কয়ার এলাকা থেকে নারাঙহিয়া-উপালি পাড়া রাস্তা দিয়ে যাচ্ছিল। যাবার পথে ওই রাস্তায় এক নারীকে একা দেখতে পেয়ে টমটম চালক মো. হাসান ওই নারীকে তার গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল আচরণ করতে থাকে। পরে ওই নারীর ডাকে আশেপাশে থাকা লোকজন ছুটে গিয়ে টমটম চালক মো. হাসানকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
অশ্লীল অঙ্গভঙ্গি করা মো. হাসান-এর বাড়ি রংপুর জেলায়। তবে সে বর্তমানে খাগড়াছড়ি হাসপাতাল গেট এলাকায় অবস্থান করে বলে জানা গেছে।