খাগড়াছড়ি গুইমারা উপজেলার চৌধুরী পাড়াতে বাঁশের সাকোঁ নির্মাণ করে দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)ও গণতান্ত্রিক যুব ফোরামের গুইমারা উপজেলার শাখার নেতা-কর্মীরা।
আজ শুক্রবার ( ৪ জুলাই ২০২৫) স্থানীয় পার্টির ও যুব ফোরামের নেতা-কর্মীরা স্থানীয় যুবকদের সাথে নিয়ে একটি জনসেবা মূলক কর্মসূচির আওতায় বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের পারাপারের দুর্ভোগ ও বর্ষাকালে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়। পাহাড়ি এলাকায় পর্যাপ্ত স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সাকোঁ নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
স্থানীয় পার্টি ও ডিওয়াইএফের এ উদ্যোগে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন স্থানীয় তরুণ যুবকরা। এলাকাবাসী তাঁরা জানান, সরকারি বা প্রশাসনিক কোনো সহযোগিতা ছাড়াই জনগণের প্রয়োজনেই তারা এ কার্যক্রম পরিচালনা করেছেন।
ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।