1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ মানিকগঞ্জে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া সেই শিক্ষা অফিসারকে বান্দরবানে বদলী করায় দুই নারী সংগঠনের নিন্দা ও প্রতিবাদ সাজেকে লাঠি ও ঝাড়ু মিছিল, খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি মানিকগঞ্জে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়া সেই শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে বদলি!

জাতিসংঘের আদিবাসী অধিকার ফোরাম থেকে বাংলাদেশের আধাসামরিক বাহিনী পিসিজেএসএসকে (সন্তু গ্রুপ) বহিষ্কারের CHTIPYF-এর দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জাতিসংঘের আদিবাসী অধিকার ফোরাম থেকে বাংলাদেশের আধাসামরিক বাহিনী পিসিজেএসএসকে (সন্তু গ্রুপ) বহিষ্কারের CHTIPYF-এর দাবি

কুইবেক/নয়াদিল্লি, ১৪ জুলাই ২০২৫: আজ জাতিসংঘের UN Expert Mechanism on the Rights of Indigenous Peoples অধিবেশন জেনেভায় শুরু হওয়ার প্রেক্ষাপটে, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী যুব ফেডারেশন (CHTIPYF) বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আধাসামরিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু গ্রুপ)-এর প্রতিনিধিদের জাতিসংঘের এই সভা থেকে বহিষ্কার করতে দাবি জানিয়েছে । পিসিজেএসএস (সন্তু গ্রুপ) অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং শিশু সৈনিক নিয়োগের সঙ্গে যুক্ত, কিন্তু এই সশস্ত্র সংগঠনের প্রতিনিধিরা জাতিসংঘের বিভিন্ন সভায় অংশগ্রহণ করে যাচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে CHTIPYF-এর সভাপতি প্রজ্ঞা তাপস চাকমা বলেন, “সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস-এর মতো সশস্ত্র সংগঠনের জন্য জাতিসংঘ কোনো প্ল্যাটফর্ম হতে পারে না। এই সংগঠন এখনো পর্যন্ত অপহৃত ছয়জন আদিবাসী গ্রামবাসী – ধনমুনি চাকমা (১৯), সুকেশ চাকমা (২২), লক্ষী শান্তি চাকমা (৩৫), ভাঙ্গা হাদা চাকমা (৩৫), শান বিকাশ চাকমা (৩৬), এবং হুল্লয়া চাকমা (২২) -কে মুক্তি দেয়নি। যাদের গত ১ জুলাই ২০২৫ তারিখে রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের রাঙ্গাপানি ছড়া গ্রাম থেকে অপহরণ করে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে।”

তিনি আরও বলেন, “গত ২৭ বছর ধরে পিসিজেএসএস পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ক্ষমতায় থেকেও শিশু সৈনিক নিয়োগ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং শত শত নিরীহ আদিবাসীর ওপর নির্যাতন ও হত্যা চালিয়ে আসছে। ২০২৫ সালের ৪ জুন ত্রিপুরার আগরতলায় পিসিজেএসএস-এর শিশু সৈনিকদের গ্রেপ্তার করা হয়। ১৯ জুন মিজোরামের লুংলেয় জেলায় ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০.৪৩ কোটি টাকার মেথ ট্যাবলেটসহ তাদের ক্যাডাররা ধরা পড়ে। এছাড়া ১২ ফেব্রুয়ারি মিজোরাম পুলিশ তাদের ক্যাডারদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি আমেরিকান এম-৪ কারবাইন, ২০টি ম্যাগাজিন, ৭.৬২ মিমি ৫০৪ রাউন্ড ও ৫.৫৬ মিমি ৪,৬৭৫ রাউন্ড গুলি, নগদ ৪৯,৫৫০ টাকা, পরিচয়পত্র, সিম কার্ড, এটিএম কার্ড এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করে।”

প্রজ্ঞা তাপস চাকমা আরও বলেন, “পিসিজেএসএস (সন্তু গ্রুপ) ভারতের মত বিদেশি মাটিতে এমন অপরাধ করেও বাংলাদেশ সরকার সন্তু লারমাকে ক্ষমতায় রেখেছে, কারণ পিসিজেএসএস (সন্তু গ্রুপ) হচ্ছে একটি সরকারি আধাসামরিক বাহিনী এবং গত ২৭ বছরে তারা বাংলাদেশ সরকারের হয়ে ১০০০-এর বেশি আদিবাসীকে হত্যা করেছে।”

সিএইচটি আদিবাসী যুব ফেডারেশন আশা প্রকাশ করেছে যে, জাতিসংঘ এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে, কারণ জাতিসংঘ এমন একটি সশস্ত্র সংগঠন পিসিজেএসএস (সন্তু)কে কোনোভাবেই স্বীকৃতি বা স্থান দিতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট