খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বুদং পাড়ায় একটি বাঙালি যুবকের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) বিকাল থেকে স্থানীয় কিছু উগ্র বাঙালি গ্রুপ পাহাড়ি পাড়ায় হামলা চালিয়ে নিরীহ পাহাড়িদের মারধর ও নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতের কোনো এক সময়ে বুদং পাড়ার পাশের একটি ঝোপ থেকে এক বাঙালি যুবকের লাশ উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আগেই আজ বিকাল থেকে পাহাড়িদের উপর হামলা শুরু হয়।
বেশ কয়েকজন পাহাড়ি পুরুষ, নারী ও কিশোরকে আটক করে মারধর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এমনকি কয়েকটি ঘরে ঢুকে তল্লাশি ও ভাঙচুর চালানো হয়েছে।