আজ শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে পেঁচারতল এলাকায় স্থানীয় যুব ও সমাজপতিদের উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা জেএসএস সন্তুপন্থীদের ভারতবিরোধী ও সমাজবিরোধী কার্যকলাপের তীব্র সমালোচনা করেন এবং বলেন: জেএসএস একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, যারা ভারতের ভেতরে অস্ত্র ও মাদক চোরাচালান, গরু পাচার এবং বার্মিজ সিগারেটের অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত।
বক্তারা ক্ষোভের সঙ্গে জানান, ত্রিপুরা রাজ্যের মিজোরাম সীমান্তে জেএসএস বারবার অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। এ কারণে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার জেএসএস-এর সশস্ত্র সদস্যদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে।
এটি প্রমাণ করে, জেএসএস এখন আর কোনো রাজনৈতিক সংগঠন নয় বরং একটি চোরাকারবারি ও সন্ত্রাস-নির্ভর গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা পার্বত্য চট্টগ্রামের ভাবমূর্তি ও শান্তি বিনষ্ট করছে।
১৫ জুলাইয়ের সংবাদ সম্মেলন: গাবুচ্ছে যোদা অবস্থান
উল্লেখ্য, গত ১৫ জুলাই টাউন হল যতনবাড়ি শিলাছড়িতে, গাবুচ্ছে যোদা নামক একটি সংগঠন জেএসএস সন্তু গোষ্ঠীর অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে।
এতে সংগঠনের নেতারা জেএসএস কর্তৃক পাহাড়ি সমাজে সংঘটিত বিভ্রান্তি, বিভাজন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।