1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) কর্মী খুকু চাকমা (৪১) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।

আজ ২৭ জুলাই ২০২৫, রবিবার, গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জিকো ত্রিপুরা জানান, বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খকু চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে, পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি চালায়। প্রথমে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় তুলে নিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

খুকু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ায়। তার পিতার নাম মৃত ভাধ্যধন চাকমা এবং মাতার নাম মৃত পত্যেনদরী চাকমা।

জিকো ত্রিপুরা এ হত্যাকাণ্ডের জন্য সরাসরি জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করে বলেন,

“সরকার ও শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখতে এবং পাহাড়িদের ন্যায্য আন্দোলন ব্যাহত করতে গত ২৭ বছর ধরে সন্তু লারমাকে বিনা নির্বাচনে আঞ্চলিক পরিষদের গদিতে বসিয়ে রেখেছে।”

তিনি অবিলম্বে খুকু চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট