রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের যে দাবি আইএসপিআর করেছে, তা “সম্পূর্ণ ভূয়া, সাজানো ও ইউপিডিএফকে ফাঁসানোর জঘন্য ষড়যন্ত্র”—এমন মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন,
> “ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং চলমান ধর্ষণবিরোধী ছাত্র-গণআন্দোলন থেকে জনসাধারণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই পরিকল্পিতভাবে এই ‘অস্ত্র উদ্ধার নাটক’ সাজানো হয়েছে।”
তিনি দাবি করেন, সাজেক এলাকায় ইউপিডিএফের সঙ্গে সেনাবাহিনীর কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি এবং ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন।
অংগ্য মারমা আরও বলেন,
> “গতকাল দিবাগত রাত ২টার দিকে বাঘাইহাট জোন থেকে একটি সেনাদল সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নরেন পাড়ায় অবস্থান নেয়। আজ ভোর সাড়ে ৫টার দিকে তারা পার্শ্ববর্তী জঙ্গলে গিয়ে ২০-৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরই আইএসপিআরের মাধ্যমে গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ভুয়া সংবাদ প্রচার করা হয়।”
তিনি এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং ইউপিডিএফকে জড়িয়ে মিথ্যা প্রচার বন্ধের দাবি জানান।
এদিকে, অভিযানের সময় সেনাসদস্যরা ক্যাম্পে ফেরার পথে গ্রামের বাসিন্দা অমর ত্রিপুরার উঠোনে রাখা এক বস্তা চাল ফেলে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।