খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে এক যুবককে অপহরণ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক সুজন্ত ত্রিপুরা (২২), রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়ার বাসিন্দা। তার পিতার নাম সবি কুমার ত্রিপুরা।
জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) গুইমারা বাজারের সাপ্তাহিক হাটবারে সুজন্ত ত্রিপুরা কলা বিক্রি করতে যান। হাটে অবস্থানকালে একদল মুখোশধারী সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে এবং বিকাল সাড়ে ৪টার দিকে তাকে পাওয়া যায়।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। মুক্তি পাওয়ার পর সুজন্ত ত্রিপুরা জানান, ‘নব্যমুখোশ’ নামধারী একদল দুর্বৃত্ত এই ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া তাকে হুমকি দিয়ে বলা হয়, ইউপিডিএফের মিছিল বা মিটিংয়ে অংশ নিলে আবারো অপহরণ বা প্রাণনাশ ঘটবে।
এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।