খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুরছড়ি পাড়ায় সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দিবাগত মধ্যরাত ২টার দিকে মানিকছড়ি সাবজোন থেকে একদল সেনা সদস্য দুরছড়ি পাড়ায় গিয়ে ইউপিডিএফ সদস্য সুমুক্যা চাকমা ওরফে সুমিত (৬০), পিতা-তরুণ মোহন চাকমা’র বাড়িতে হানা দেয়। এ সময় তার সহধর্মিনী কুলি লতা চাকমাসহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন। সেনারা বাড়িটি ঘেরাও করে বাড়ির লোকজনকে ঘুম থেকে জাগিয়ে তোলার পর বাড়ির ভিতর প্রবেশ করে তল্লাশি চালায় এবং জিজ্ঞাসাবাদের নামে বাড়ির লোকজনকে নানা হয়রানি করে। তবে বাড়িতে অবৈধ কোন কিছু তারা পায়নি।
তল্লাশি শেষে রাত সাড়ে ৩টার সময় সেনারা সেখান থেকে ক্যাম্পে চলে যায়।
এর আগে বুধবার (৩০ জুলাই) ভোররাত সাড়ে ৩টায় সময় সেনারা একইভাবে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। এদিন সেনারা কাঁদামাটি যুক্ত বুটজুতা সহকারে বাড়িতে প্রবেশ করায় বাড়ির ভিতর প্রচুর কাঁদামাটি পড়ে নোংরা হয়ে যায়। পরে চলে যাবার সময় সেনারা বাড়িটি পরিষ্কার করতে সুমুক্যা চাকমার সহধর্মিনীকে ৫০০ টাকা দিতে চাইলে তিনি তা গ্রহণ করেননি।
অপরদিকে, গত মধ্যরাতে সিন্দুকছড়ি জোনের অপর একটি সেনাদল গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ছোট পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত টহল অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পে ফিরে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।