1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় গণতান্ত্রিক যুব ফোরামের নতুন কমিটি গঠন খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ির সমাবেশে যোগ দিতে আসা জনগণকে পথে বাধা: দীঘিনালা, মহালছড়ি, পানছড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির সমাবেশে যোগ দিতে আসা জনগণকে পথে বাধা: দীঘিনালা, মহালছড়ি, পানছড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি

খাগড়াছড়িতে আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে যোগ দিতে দীঘিনালা, মহালছড়ি,মাটিরাঙ্গা, গুইমারা ও পানছড়ি থেকে আগত জনগণকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্রে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে দীঘিনালায় বিএনপির একটি প্রোগ্রাম রয়েছে—এই অজুহাত দেখিয়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি দুষ্কৃতকারী চক্র সমাবেশগামী সাধারণ জনগণকে বাধা প্রদান করছে। দীঘিনালা থেকে খাগড়াছিমুখী বিভিন্ন যানবাহন আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এছাড়াও খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ‘জিরো মাইল’ এলাকায় মহালছড়ি ও গুইমারা থেকে আগত সমাবেশগামী গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এসব বাধা প্রদানে সংশ্লিষ্ট প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা প্রশাসনিক পক্ষপাতদুষ্টতার ইঙ্গিত দেয়।

পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাত্রা করা আরেকদল লোকজনকে ভাইবোনছড়া দেওয়ানপাড়া এলাকায় পথিমধ্যে গাড়ির গতি রোধ করে কিছুক্ষণ আটকে রাখা হয়। পরে বাধ্য হয়ে তাদেরকে পুনরায় পানছড়ি মুখে ফিরে যেতে হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ৫ আগস্ট ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের’ পতনের দিবস আজ সেই উপলক্ষে আয়োজিত এই ছাত্র-জনতার সমাবেশকে বানচাল করতেই পূর্বপরিকল্পিতভাবে এসব বাধা সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট