খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার পানছড়ি সদর ইউনিয়নের তাপিতা পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৩টার দিকে পানছড়ি সাবজোন থেকে ৫–৬টি গাড়িযোগে প্রায় ৬০–৭০ জন সেনা সদস্য গ্রামে প্রবেশ করে। পরে সকাল ৬টার দিকে তারা গ্রাম ঘেরাও করে রেখে প্রীতিময় চাকমা (৫০), পিতা—মেরেয়ে চাকমা এবং ভারত্যা চাকমা (৩৫), পিতা—কান্তি চাকমার বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশিতে কোনো অবৈধ বস্তু না পাওয়ায় সেনারা সকালেই ক্যাম্পে ফিরে যায়।
এর আগের দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বান্দরশিং পাড়ায়ও মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা শান্তি বিকাশ চাকমা (৩৬), পিতা—সুরজয় চাকমার বাড়িতে একই ধরনের তল্লাশি চালিয়েছিল।