খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্বজনীন গৌতম বুদ্ধ বিহারে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে বিভিন্ন বিহারে শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। মাটিরাঙ্গা উপজেলার আজম পাড়া, চক্র পাড়া, টিএনটি টিলা, বাবু পাড়া ও বলিটিলা গ্রাম থেকে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুরা বৌদ্ধ বিহারে সমবেত হন। তারা ফুল, মিষ্টান্ন, মধু, ফল, পানীয় ও ছোয়াইং নিয়ে বুদ্ধের বন্দনায় অংশগ্রহণ করেন।
বুদ্ধের উদ্দেশ্যে এসব দানীয় বস্তু অর্পণের পর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা। শীল গ্রহণের পাশাপাশি বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা চলে। এসময় বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুরা ধর্মদেশনা প্রদান করেন।
মাটিরাঙ্গা সার্বজনীন গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শিলা লঙ্কার ভান্তে জানান, সন্ধ্যায় হাজার বাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে মধু পূর্ণিমার আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মমতে এই পূর্ণিমা তিথিতে এক বানর গৌতম বুদ্ধকে মধু উপহার দিয়েছিল। মানবজাতির পাশাপাশি প্রাণীরাও বুদ্ধকে বন্দনা করেছিল— সেই স্মৃতিবিজড়িত ঘটনাকে স্মরণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতি বছর মধু পূর্ণিমা উদযাপন করে আসছেন।