নাম: শ্যামলী ত্রিপুরা
স্বামী: জ্যোদিময় চাকমা
পিতা: অনিল ত্রিপুরা
মাতা: চামপুতি ত্রিপুরা
উপজেলা: লক্ষীছড়ি
গ্রাম: হলুদিয়া পাড়া
পরিবারের ভাষ্যমতে, গত ০১ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সমুরহাট বাজারে যাওয়ার পথে হঠাৎ মুহূর্তে শ্যামলী ত্রিপুরা নিখোঁজ হয়ে যান। তাঁর একটি ৪ বছরের ছেলে সন্তান রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
👉 যদি কেউ তাঁকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো—
📞 মা: ০১৮৬৯০৯৩৬৫৩
📞 কার্বারী (নিচাইপ্রু মারমা): ০১৮২৪৪৫৫০২৭
🔹 দ্রষ্টব্য: নিখোঁজ হওয়া মেয়েটির পরিবারের অনুরোধে এই পোস্টটি করা হলো।
📢 অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে শ্যামলী ত্রিপুরাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।