1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

বদরুদ্দীন উমর পাহাড়িদের অকৃত্রিম বন্ধু তার মৃত্যুতে শোক প্রকাশ ইউপিডিএফের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বদরুদ্দীন উমর পাহাড়িদের অকৃত্রিম বন্ধু তার মৃত্যুতে শোক প্রকাশ ইউপিডিএফের

বাংলাদেশের বামপন্থী আন্দোলনের পুরোধা, বিপ্লবী তাত্ত্বিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে দেয়া এক শোকবার্তায় ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ ও নিপীড়িত সংখ্যালঘু জাতিসমূহের মুক্তির আন্দোলনে বদরুদ্দীন উমরের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিবৃতিতে ইউপিডিএফ নেতৃবৃন্দ বদরুদ্দীন উমরকে পার্বত্য চট্টগ্রামের জনগণের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু আখ্যায়িত করে বলেন,
“বাংলাদেশের বামপন্থী মহলে তিনি এমন একজন নেতা, যিনি স্পষ্টভাবে বলেছিলেন—‘সশস্ত্র সংগ্রাম যদি ব্যাপক জনগণকে সংগঠিত করে তাদের সমর্থনের ভিত্তিতে সংগঠিত হয়, তাহলে তা নিশ্চয়ই সমর্থন করা দরকার।’”

ইউপিডিএফ নেতারা আরও বলেন, বদরুদ্দীন উমর পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর পরিচালিত জাতিগত নিপীড়নের বিরুদ্ধে ছিলেন অত্যন্ত সোচ্চার। তিনি পার্বত্য চুক্তি ও তথাকথিত ‘পাহাড়ি দালালদের’ কড়া সমালোচনা করেছিলেন এবং পাহাড়িদের ন্যায়সঙ্গত আন্দোলনকে শুধু মৌখিকভাবে নয়, বরং তাত্ত্বিক দিকনির্দেশনা ও বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছিলেন।

ইউপিডিএফ নেতৃবৃন্দ শোকবার্তায় উল্লেখ করেন, বদরুদ্দীন উমরের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণসহ এদেশের মুক্তিকামী নিপীড়িত শ্রেণি ও জাতিসত্তাগুলো আন্দোলনের এক সহযাত্রী বন্ধুকে হারালো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট