1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

গুইমারায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হাতে এক ব্যক্তিকে অপহরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

গুইমারায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হাতে এক ব্যক্তিকে অপহরণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈকর্মা পাড়া থেকে সেনা মদতপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।

অপহৃত ব্যক্তির নাম মংসা মারমা (২৮)। তিনি ধুংগ্য মারমার পুত্র ও তৈকর্মা পাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, মংসা মারমা পেশায় একজন মোটরসাইকেল চালক এবং পাশাপাশি গুইমারায় ডেকোরেশনের কাজ করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে ৬ জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসী মংসা মারমাকে নিজ বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী তার স্ত্রী আক্রইমা মারমা জানান, সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

রাত ৯টা পর্যন্ত এ রিপোর্ট লেখা অবধি অপহরণকারীরা পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। মংসা মারমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা চরম উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট