1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারা কলেজিয়েট স্কুলে শিক্ষক জসিমের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ! সন্তু গ্রুপের হামলায় কর্মী খুনের নিন্দা খাগড়াছড়ির পানছড়িতে খুকু চাকমা হত্যার ঘটনায় গণতান্ত্রিক যুব ফোরামের নিন্দা পানছড়ি লোগাং উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীরা দখল করে অবস্থান নিয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত। বন সংরক্ষণ আইন অপব্যবহার: পাহাড়িদেরকে দমনের কৌশল বদলে গেছে। ৪ জন নিহতের ঘটনা গুজব: ইউপিডিএফ দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা দীঘিনালায় জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি ও নিহতের খবর ভুয়া! সেনা নির্ভরতায় জেএসএস সন্তু লারমার নেতৃত্বে ‘আন্দোলন’ কি প্রশ্নের মুখে। ধনপাদা -নাড়াইছড়িতে সেনাবাহিনী ভয়ে ইঞ্জিনচালিত নৌকাগুলো চলাচল বন্ধ

কোন না কোন ইস্যুতে একমাত্র ইউপিডিএফ প্রতিবাদ করে” মন্তব্য করায় অন্য একটি দলের কর্মীদের মারধরের শিকার এক যুবক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

কোন না কোন ইস্যুতে একমাত্র ইউপিডিএফ প্রতিবাদ করে” মন্তব্য করায় অন্য একটি দলের কর্মীদের মারধরের শিকার এক যুবক

খাগড়াছড়ির দীঘিনালায় চায়ের দোকানে আলাপ-আলোচনাকালে “পার্বত্য চট্টগ্রামে দলগুলোর মধ্যে কোন না কোন ইস্যুতে একমাত্র ইউপিডিএফ প্রতিবাদ করে” মন্তব্য করায় অন্য একটি দলের কর্মীদের মারধরের শিকার হয়েছেন এক যুবক।

দীঘিনালার বোয়ালখালী বাজারে গত (৮ জুন ২০২৫) রাতের ঘটনা এটি।

চিক্কো মনি চাকমা (২০) নামে এক যুবক ও তার এক সঙ্গী বোয়ালখালী বাজারে একটি চায়ের দোকানে বসে চা-নাস্তা করার সময় নানা বিষয়ে আলাপের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বিষয়েও দু’জনে আলাপ করছিলেন। দু’জনের আলাপকালে চিক্কো মনি চাকমা … “পার্বত্য চট্টগ্রামে যতগুলো পার্টি আছে তার মধ্যে ‘একমাত্র ইউপিডিএফ কোন না কোন ইস্যুতে কিছুটা হলেও প্রতিবাদ করে’ বলে মন্তব্য করেন। কিন্তু তার এ কথাটি যে কাল হয়ে দাঁড়াবে তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। কারণ তিনি চিনতে পারেননি যে, ওই দোকানে অন্য একটি দলের কয়েকজন কর্মী বসা রয়েছেন।

চিক্কো মনি চাকমার এমন মন্তব্য শুনে ওই দলটির কর্মীরা হজম করতে পারেননি। কেন তিনি ইউপিডিএফের প্রশংসা করলেন সেটাই হয়ে গেলো তার মস্তবড় অপরাধ! ফলে ওই দলের কর্মীদের মারধরের শিকার হন তিনি।

ভূক্তভোগী চিক্কো চাকমার বাড়ি মধ্যম বোয়ালখালীর ঝিমিত কার্বারি পাড়ায়। তার পিতার নাম মৃত সুনীল চাকমা বলে জানা গেছে।

 ছবি চিত্র : চিক্কো মনি চাকমার

ঘটনার বিষয়ে চিক্কো মনি চাকমা এ প্রতিবেদককে বলেন, “গত ৮ জুন রাত ৯টার সময়ে গ্রামের এক সঙ্গীসহ আমরা দু’জন মিলে বোয়ালখালী বাজারে এসে এক বাঙালির চায়ের দোকানে বসে চা-নাস্তা করার সময় পরিস্থিতি বিষয়ে আলাপ-আলোচনা করি। তখন আমি আমার সঙ্গীকে বলি যে, পার্বত্য চট্টগ্রামে দলগুলোর ‘এগত্তর’ হওয়ার কোন সম্ভাবনা নেই। এদিকে পুরো পাহাড়ে একের পর এক ধর্ষণ-হত্যা-ভূমি বেদখল বেড়ে চলেছে। দলগুলোর তেমন কোন প্রতিরোধ নেই। তবে সব দলের মধ্যে ‘একমাত্র ইউপিডিএফ কোন না কোন ইস্যুতে কিছুটা হলেও প্রতিবাদ করে’। এসব মন্তব্য করাতে একই দোকানে বসা ৫ জন লোক আমাকে মারধর করেন। পরে জানতে পারি তারা ‘সংস্কার’ দলের কর্মী। মারধর করার পরও তারা আমাকে ছেড়ে দেয়নি। আমাদের গ্রামের মুরব্বীদের কল করে বোয়ালখালী বাজার ডেকে আনে। তারপর আমাকে মুরব্বীদের কাছে হস্তান্তর করে ৯ জুন অভিভাবকসহ তাদের অফিসে যেতে নির্দেশ দেয়” বলেন তিনি।

এ ঘটনার পর ভয়ে পালিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি এলাকায় উদ্বেগের জন্ম দিয়েছে।

এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পার্টি বা দলগুলোকে সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে। কারণ জনগণের টাকা ও সহযোগিতায় তো দলগুলো চলছে। তাই সামান্য সমালোচনার কারণে কাউকে মারধর করা চরম অন্যায় ও অমানবিক। জুম্ম দলগুলোকে অবশ্যই এ ধরণের আচরণ পরিহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট