1. live@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ : পাহাড়ের কন্ঠ
  2. info@www.paharerkantho.online : পাহাড়ের কন্ঠ :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই ছাত্রলীগ ও জুলাই গণঅভ্যুত্থান হেমার অবস্থান রামগড়ে সেনা অভিযানের নামে দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্ট রামগড়ে সমাবেশ থেকে ফেরার পথে সেনাসৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর হাতে এক পাহাড়ি অপহৃত পাহাড়ে যৌথ বাহিনীর হয়রানি মুলক অভিযানের বিরুদ্ধে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, সেনাবাহিনীর বাধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)চবি শাখা নিখোঁজ সংবাদ গুইমারায় সেনা দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ দীঘিনালার উল্টাছড়িতে সেনা অভিযান: ৬ জন আটক, পরে মুক্তি; ২ বাড়িতে তল্লাশি

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙাড়ে গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অংগ্য মারমা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা পতন দিবসে ‘অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসনের দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহণের’ দাবিতে খাগড়াছি শহরের চেঙ্গী স্কোয়ারে ইউপিডিএফ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল।”

বিবৃতিতে জানানো হয়, আজ সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল চেঙ্গী স্কোয়ারে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন পূর্ণমুখী চাকমা (৫৩), স্বামী মৃত শরবিন্দু চাকমা, যিনি খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো হস্তক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করে।

অংগ্য মারমা আরও জানান, একইদিন সকালে দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি থেকে বিক্ষোভে অংশ নিতে আসা গাড়িগুলো পথে পথে ঠ্যাঙাড়েরা বাধা দেয় এবং অনেক যাত্রীকে ফেরত পাঠিয়ে দেয়।

বিবৃতিতে তিনি বলেন, “এক বছর আগে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলেও পাহাড়-সমতলে এখনো তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বহাল রয়েছে। ইউপিডিএফের শান্তিপূর্ণ মিছিলে হামলা সেই শাসনেরই একটি জ্বলন্ত প্রমাণ।”

তিনি অবিলম্বে হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© পাহাড়ের কন্ঠ-২০২৫
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট